কে করেছে নষ্ট আমায়, কে করেছে খুন,
কে বাঁজিয়েছে নিত্য রাতে তাণ্ডবলীলা ধুন!
কার চুমুতে বিষ ঝরেছে, কে করিয়েছে পান,
কে লিখেছে এক মলাটের নষ্ট উপাখ্যান!
কার হাসিতে ঝড় উঠেছে,
কে ডেকেছে পথে,
কার নাচনে ঢেউ মেতেছে কে টেনেছে রথে!
কে ধরিয়ে বক্ষ কাপণ কে বাজাল বীনা,
কার চাহনি চুর করেছে,
শক্ত করা শিনা!
কে ভেঙেছে রাতের স্বপন,
কে ঠেলেছে ভোর,
কে দিয়েছে বিষাক্ত শ্বাস,
কে দিয়েছে ঘোর!
কার সাগরের ঢেউ উছলে পড়েছে কার তীরে,
কে বেঁধেছে মিথ্যে খোলস,
কে খুলেছে ধীরে!
কে করেছে জখম বুকে কার পড়েছে দাগ,
কে পরাল চুলের ফাঁসির মিথ্যে অনুরাগ!
কার ধুলোতে দাগ পড়েছে,
কে লুটেছে সব,
কার নুপুরের নিক্বণেতে থেমে গেছে রব!
কার শিহরণ কাঁপিয়েছে মন, বাজে রঞ্জিনী বীনা,
কার দাপটে পাড় ভেঙেছে, সে দেখেছে কিনা!
দিব্যি দিয়ে দিব্যি থাকে, নেশার ঘোরে কে,
কে হয়েছে নষ্ট এখন,
আমি নাকি সে?