নির্ঘুম রাত, এপাশ ওপাশ
এলোমেলো চিন্তা, অন্তহীন ভাবনা,
স্বপ্নে বিভোর,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে-
পাশে না পাবার ব‍্যাকুলতা।

সমস্ত অস্তিত্ব জুড়ে থাকা-
এমনি হাজারো কল্পনা,
প্রতিনিয়ত নতুন নতুন ডালপালা ছড়ায়,
মুক্ত বিহঙ্গের মতো ডানামেলে উড়তে চায়,
দ্বিগবিদিক ছুটে বেড়ায়-
মুক্তি মিলে না,
পুড়ে পুড়ে ছারখার হই,
ভালোবাসার ফানুস উড়াই,
মিছে মায়ার জালে নিত‍্য জড়াই।

মাঝে মাঝে ভাবনারা খেই হারায়,
নিভৃতে একান্তে পাবার-
তীব্র বাসনায় উন্মত্ত হয়,
অব‍্যক্ত মনের বাসনাগুলো
বিনিময়ের অভিপ্রায়ে-
চায়ের দোকানে আড্ডা
কিংবা আইসক্রিম খাওয়ার ছলে
তোমার স্পর্শ অনুভব,
এ সবকিছু মিছে ও পানশে হয়ে যায়,
অদম‍্য ইচ্ছেরা -
হাওয়াই মিঠাইর মতো উবে যায়,
কল্পনারা হোঁচট খায়, মুখ থুবরে পড়ে,
যখন ভালোবাসা আশাহত হয়।

আমার সমস্ত অবয়ব জুড়ে বিরাজ
এ রকম অনেক ভাবনা,
আশা-নিরাশার দোলাচলে-
শিশির সিক্ত হয়- আলোর মুখ দেখে না,
পূর্ণতা পায় না, ক্ষীণ থেকে ক্ষীণ হয়।

আমি এমন এক আপনভোলা পথিক-
সঠিক পথের নিশানা মিলে না,
প্রায়শই ভুল করে পথ ভুলে যাই,
মায়ায় পড়ে ফুল ছিঁড়তে যাই।

কখনই বুঝতে পারি না-
সব ফুল তোলা যায় না,
সব ফুলে পূজা হয় না,
সব ফুল সকলের কাছে শোভা পায় না,
কিছু ফুল অস্পৃশ‍্য, কেবলই ভুল।

বই: নিঃশব্দ কান্না-শুনতে কি পাও?