আমি তোমায় ভালোবাসি
তোমার প্রতি আমার এ ভালোবাসা
বলতে পারো কিয়ৎ স্ফুট কিংবা অস্ফুট,
বলতে পারো একতরফা কিংবা বেমানান,
তবুও আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি,
এভাবেই নিরবে দূর থেকে ভালোবেসে যাব।।

তোমার একটুকু নিরেট ভালোবাসা,
আর একটুকু উষ্ণ ছোঁয়া পাওয়ার  জন‍্য,
আমি পাড়ি দিতে পারি সীমাহীন পথ,
অপেক্ষা করতে পারি যুগান্তকাল।

তোমার যেটুকু স্পর্শ আমি পেয়েছি,
যেটুকু ভালোলাগা পেয়েছি,
তোমার কাছ থেকে,
তাতেই আমি  পরিতৃপ্ত, আপ্লুত, অভিভূত,
এটুকুই যথেষ্ট তোমাকে আমৃত‍্যু মনে রাখার।

তুমি যতটা অবহেলা করবে, দূরে দূরে থাকবে,
আমাকে ভুলে থাকতে চাবে, কষ্ট দিবে,
আমি তত বেশি তোমাকে ভালবাসবো,
তোমার ছায়া হয়ে থাকবো, তোমার যত্ন নিব
তোমাকে বিন্দুমাত্র কষ্ট পেতে দেবো না।

জীবনে কেউ কেউ থেকে যায় অধরা,
তাতে ক্ষতি কি?
তোমার প্রতি আমার হৃদয়ের যে টান, ভালোবাসা,
যা প্রতিনিয়ত আমার অন্তরে জোগায় সুখানুভূতি,
তাই বা কম কিসে?

আমি চাই তোমার জন‍্য -
আমার হৃদয়ে একটি ক্ষত সৃষ্টি হোক,
মনের একটি কঠিন অসুখ হোক,
যা অত‍্যন্ত পীড়াদায়ক, অনিরাময়যোগ‍্য,
কারন আমি তোমাকে এক মুহূর্তের জন‍্য ভুলতে চাইনা,
আমি আমৃত‍্যু আমার হৃদয় ও মনে
তোমাকে লালন করতে চাই,
তোমার জন‍্য আমার অন্তরে, ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল।                              

বই: অন্তহীন প্রেম