যদি সত‍্যি তুমি আমায় ভালোবাসো
আমায় নির্ভয়ে ভরসা করতে পারো,
আশঙ্কা করোনা বিন্দুমাত্র,
ভয় যেন কখনও ছোঁয় না তোমায়,
তোমার প্রতি এটা আমার ভালোবাসার প্রত‍্যয়।

তুমি যদি আমার ভালোবাসার-
গভীরতা মাপতে পারতে?
তুমি যদি জানতে-
তোমার একটুও ভালোবাসা পাওয়ার জন‍্য;
আমি কতোটা কাঙাল?
যা কেবল আমি নিজে জানি;
আমার বিশ্বাস-তোমার মনে এ নিয়ে
কোনো অবিশ্বাস জন্ম নিবে না।

তোমাকে আমি আমার মন-প্রাণ উজাড় করে;
যুগ যুগ ধরে আমৃত্যু ভালোবাসবো।
আমার নিজের প্রতি যেটুকু বিশ্বাস
তা থেকে বলছি-
এর বিন্দুমাত্র ব‍্যত‍্যয় হবে না,
এ নিয়ে কোনো সন্দেহ;
কোনো ভাবাভাবির অবকাশ নেই;
এটা আমার ভালোবাসার সুদৃঢ় অঙ্গীকার।

আমাকে নিয়ে কেন তোমার এত উদ্বিগ্নতা?
কেন এত অস্থিরতা ক্ষণিকের বিয়োগে?
একি আমার প্রতি তোমার প্রগাঢ় ভালোবাসা?
নাকি আমাকে নিয়ে তোমার আশঙ্কা-
তোমার জীবন থেকে-
কখনও আমি হারিয়ে যাই যদি?
এমনটা হবার আগে আমার মৃত্যু হয় যেন;
আমি কখনও হারাবো না,
আমি আমরণ তোমাকেই ভালবাসবো।

যদি সত্যিই তুমি আমায় ভালোবেসে থাকো,
তবে আমার প্রতি কোনো অমূলক ধারণা
পোষন করো না,
তোমার-আমার ক্ষণিকের না দেখায়-
এতো উতলা হয়োনা, দুঃশ্চিন্তা করোনা,
আমি আছি, আমি থাকবো
চিরদিন তোমারই হয়ে।

বই: অন্তহীন প্রেম