মনেকর কাল আমার মিটিং রাত জেগে লাইট জ্বালিয়ে কাজ করছি,
তুমি রাগান্বিত স্বরে বকবক করে লাইট বন্ধ করে দিবে?
নাকি পাশে এসে বসে আমার কাঁধে হাত রেখে বলবে সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজটা শেষ কর, আমি পাশে আছি প্রিয়।
মনেকর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমিয়েছি। সকালে ঘুমথেকে উঠতে দেরি হচ্ছে,
তুমি মশারিটা খুলে অনেক বকাবকি করে ঘুমথেকে উঠাবে?
নাকি এককাপ চা করে এনে মাথায় হাত বুলিয়ে ডেকে দিয়ে বলবে, এই উঠ তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো..
মনে কর খুব ক্লান্ত আমি, অফিস থেকে সবে বাসায় ফিরেছি, ঘর্মাক্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত আমি।
তুমি কি নাক সিটকিয়ে বলবে উ.. গন্ধ!
নাকি এক গ্লাস ঠান্ডা লেবু জল এনে দিয়ে বলবে খুব ক্লান্ত তুমি, এটা পান করে পরে ফ্রেশ হয়ে নিও।
মনে কর ঘরে বাজার বলতে কিছুই নেই আছে একটু চাল, দুটি আলু, দুটি মরিচ, একটি পিয়াজ
তুমি কি চোখ রাঙিয়ে মন খারাপ করে বকা দিয়ে বলবে আজকে বাজার নাই, খাবার হবে না..
নাকি ভাত আর ভর্তা বানিয়ে মুচকি হাসি দিয়ে বলবে ভর্তা-ভাত আমার খুবই প্রিয়, তাই আজ অন্য কিছুই রান্না করলাম না।
মনে কর দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবেমাত্র ঘুমিয়েছি দুজন হঠাৎ দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম তোমার ঘুম ভেঙ্গে গেল।
তুমি কি বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি উঠে মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবে নেও পানিটা খাও আমি তোমার পাশে আছি প্রিয়।
মনে কর প্রচন্ড প্রেসানিতে আছ তুমি, তোমার মাথা বেথা করছে, এমন সময় তোমায় একটি বিরক্তিকর কথা বলে ফেললাম।
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে খুশিয়াল গলায় বলবে আমি আছি তোমার পাশে চিন্তা কর না তো।
মনে কর খুব অসুস্থ আমি ভাইরাস
জ্বরে কপাল পুড়েযায়, মুখে রুচি নেই, আমি উল্টা পাল্টা বকছি,
এমন সময় তুমি কি পাশের রুমে গিয়ে বসে থাকবে?
নাকি মাথায় পানি দিয়ে কপাঁলে হাত বুলিয়ে চুমু দিয়ে আমাকে সান্ত্বনা দিতে দিতে বলবে তুমি চুপ করে ঘুমানোর চেষ্টা কর, আমি তোমার পাশে আছি চিন্তা করো কেন?
মনে কর দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে, বেরুতে যাবে, এমন সময় বাধা দিয়ে তোমার চোয়াল দুটো টেনে দিলাম মেকাপ নষ্ট হয়ে গেল?
তুমি কি অনেক রাগ করবে?
নাকি সুটকেস ফেলে আমাকে জড়িয়ে ধরে মুখে হাসি দিয়ে বলবে অপেক্ষা কর আমিতো আসতেছি।
মনে কর প্রচন্ড ভূমিকম্প, ঘরবাড়ি ভেঙে গেছে, থাকার যায়গা নেই, খোলা আকাশের নিচে বসে আছি খুবই চিন্তিত মনে।
এমন সময় তুমি কি দুরে থাকবে?
নাকি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলবে আমিতো আছি তোমার পাশে চিন্তা কর কেন?
মনে কর তপ্ত রোদ দুজনে হাঁটছি। কোন বাহন নাই, অনেক দুর পথ পাড়ি দিতে হবে, ক্লান্ত দুজন,
তুমি কি রেগেমেগে চোখ বড় করে দাত খিটখিটিয়ে আমাকে বকা দিবে?
নাকি সবদিক চেয়ে ক্লান্ত মুখে একটু হাসি দিয়ে বলবে তোমার পাশে আছিতো এই সামান্য পথ দুজনে হাত ধরে গল্প করতে করতে চলে যাওয়া যাবে।
যেখানেই যায়, যেভাবেই থাকি, যত কঠিন পথ হোক, যতটা দুরে থাক তুমি, যত আধার নেমে আসুক জীবনে,
তুমি শুধু ক্লান্ত ভরা দুঃখের মাঝে একটু মুখে হাসি রেখে উৎসাহ দিতে দিতে বলবে 'আমিতো আছি'। চিন্তা কর কেন?
তুমি যদি-
ঘর্মাক্ত ক্লান্ত হৃদয় নিয়ে একটু বলো-
ভালোবাসি, ভালোবাসবো, পাশে আছি, পাশে থাকবো।
দেখবে আমি জীবনের সব পথ নিমিষেই পাড়ি দিব ক্লান্তিহীন মনে।