নিভৃত রাতে কিংবা অগোছালো প্রাতে
আমি তাকিয়ে থাকি ওই মুখায়ব এর দিকে
কতটা স্নিগ্ধতা মেখে রেখেছো ওই হাসিতে।
তোমার হাসি দেখে প্রেমে পরার হিসাব নাই থাকতে পারে পুস্তকে,
আমি মানি না ওসব হাজারো হিসাবের ছলছাতুরি।
তোমার সরলতাতেই আমার বসবাস,
তোমার সহজবোধ্যতাতেই আমার গ্রাহ্যতা।


তুমি বলতেই পারো এসব ভিত্তিহীন, যুক্তিপত্র নেই
কিন্তু এই খাতে কোন যুক্তি খাটে না রমণী।
আমি যুক্তি দিয়ে কাছে টানতে পারব না তোমায়
দেখাতেও পারবো না ভালোবাসা চিমটি পরিমাণ।
শুধু পারবো তোমায় দেখে যেতে
তোমার স্নিগ্ধময় হাসি,
নিভৃত রাতে কিংবা অগোছালো প্রাতে।