পরীক্ষা করোনা আমার অস্তিত্ব কতটুকু তোমার জন্য
বরং তুমি তা বুঝে নাও কৌশলে
অভিমানী না কৌশলী হও তুমি ।
সিগারেটের ছাইয়ের মতো টুপ করে অজান্তে
পড়ে যেওনা যেন বিছানার চাদরে
প্রকোষ্ঠটা কি ঈশ্বর ফাও বানিয়েছে ?


আমার অগোছালো সকাল, প্রিয় দুপুর
আর এই শেষ রাতের প্রহরটুকুতে
তুমিই তো লেপটে আছো বুকের পশমে ।
তবু সন্দেহের জাল কেন বুনো
সস্তা রমণীর ফাঁদ পেতে ?
ওরা যে তোমার নোখের যোগ্যতাও রাখে না ।


তোমার বাহামিতায় দমে থাকি সব সময়ে
নিশ্চুপ, নির্বিকার বাক্যালাপে কিংবা
ঝিমুই তোমার সান্নিধ্যে বসে ।
আমার যে ঘোর কাটে না তুমিময়ে,
তুমি আমার এসব কে দুর্বলতা ভেবে নিও না অহমিকা ।