তটস্থ হয়ে যাই
যখন খিল মারো দরোজায় ।
এগিয়ে আসো মৃদু কদমে
হাতে তুমি আঁচল ঘুরাও
আঁচল তো ঘুরাও না, ঘুরাও আমার প্রকোষ্ঠ ।
মুখে আমার তব্দা লেগে যায় বিশ্বাস করো তুমি ।
খোঁপা ছেড়ে দাও আচমকা সুবাসে,
টিপ খুলে রাখো অমসৃণ আয়নায়,
পালাতে ইচ্ছে হয় অদ্ভুত
তোমার এরকম কল্পিত বায়নায় ।
কিন্তু পা'ও যে খিল মেরে দিয়েছো ভূপৃষ্ঠে
নড়তে পারি না তবু পা কাঁপে আমার,
ঘাম ঝরে বুকে,
ভাবতে পারি না সত্যি আমি ভাবতে পারি না ।
কানে আমার তালা লেগে যায়
হৃদয় গলে যায় তোমার নিঃশ্বাসের উত্তাপে ।


সুইচবোর্ডে হাত রেখে টিপে দিলে সুইচখানা
অন্ধকার । কুচকুচে অন্ধকারে আমি দাঁড়িয়ে
কিছু দেখতে পাচ্ছি না একদমই ।
কিছু তো একটা জ্বালো ?
তোমার গন্ধও হারিয়ে যাচ্ছে যেন ক্রমশ
কোথায় হারাচ্ছ তুমি ?
আমার দম বন্ধ হয়ে আসছে
সুইচ জ্বালো, প্লিজ সুইচ জ্বালো
হারিয়ে যেওনা তুমি প্লিজ ।