আমি কুসংস্কারে বিশ্বাসী হতে চাই ।
হোক তা যেকোনো প্রকারের কুসংস্কার
হাঁটতে, উঠতে, বসতে এমনকি খেতেও ।
খাওয়ার সময় হঠাৎ বিষম খেলে মনে হয়,
তুমিই কি ভাবছো এই মুহূর্তে আমায় ?
এখানে আমি কোনও বৈজ্ঞানিক নীতিমালা
মানতে চাই না অথবা ডাক্তারের ব্যাখ্যা ।
মানতে চাই তোমার কুসংস্কার অথবা কুসংস্কারে তুমি ।
আজকাল পত্রিকার রাশিফলেও মনোযোগ আসে
যখন দেখি ধনুর বিবৃতিতে, প্রেম শুভ
ভাবি, আজ কি দেখা করার জন্য ডাকবে আমায় ?
বা হয়ে যেতে পারে রাস্তায় হঠাৎ দেখা
এসব ভাবতে ভাবতে অনেক গুলো ধোঁয়া ছেড়ে দেই বাতাসে ।
হঠাৎ চোখ গেল বৈদ্যুতিক পিলারে
দুটো শালিক বসে আছে তাঁরে চঞ্চল দৃষ্টিতে ।
তখন আমি মৃদু হাসি দিয়ে ভাবি,
তোমার আমার আজকের প্রেমটুকু জমবে মেলা ।
আমি কুসংস্কারে বিশ্বাসী হতে চাই ।