আমার কাছে এখনও আছে
তোমার পায়ের স্পর্শ মাখা পায়েলটি।
এখনও আছে যত্নে
আমার চশমার খালি বক্সে।
যেমন যত্নেই পরিয়েছিলাম তোমার পায়ে,
শাড়িটা আলতো সরিয়ে ধরেছিলে তুমি।


তোমার পায়ে হাত লাগাতে দেবেই না তুমি আমার
'অমঙ্গল' জাতীয় কিছু হলেও হতে পারে আমার
কিন্তু আমি তো পরিয়ে দেবোই তোমায়
থাক যতো অমঙ্গলের শৃঙ্খল।


আজ বুঝি আসলেই অমঙ্গলে ধরেছে আমায়
ফেরত দেয়ার সময়,
হাত পর্যন্তও ছোঁয়ালে না তুমি !
শুনলেও না একটি বাক্য !
তাকালেও না পিছে ভুলক্রমে !
হয়তো আবার কোনো অমঙ্গল হবে তাই ।
তাই হাত'ও রাখলে স্পর্শের বাইরে...
হয়তো এখন তা ভালোই বলবো আমি
পা ছুঁয়ে আমি যে অমঙ্গলে ভুগছি ,
হাত ছুঁলে হয়তো এখন অস্তিত্বই বিনাশ হয়ে যেতো আমার ।