তোমায় আমার দেখা লাগে না
প্রয়োজন পড়ে না ঠোঙা বাদামের সাক্ষাৎ
নিউরণে আপ-ডাউন কর তুমি অনিঃশেষ
শেষ দেখায় যা দিয়ে গেছো
ও স্মৃতি দিয়েই কাব্য চলবে বছর খানেক
কিন্তু আমি একটি কথা বলে দিতে পারি
আঙ্গুল উঠিয়ে, তপ্ত কণ্ঠে, এক বা শেষ নিঃশ্বাসে ।


আমার চোখে একবার চোখ পড়লেই কোনোমতে
আমার কণ্ঠ তোমার পর্দায় আঘাত করলেই হঠাৎ
আমার ব্যাঙময়, ব্যাঙ্গময় উস্ক চেহারা
তোমার মনিতে হালকা নজর রাখলেই খানিক
নিজেকে ধরে রাখতে পারবে না তুমি কোনোমতেই
লিখে রাখো দেয়ালে ।


উষ্ণ লোমশ বুকে আমার তুমি আছড়ে পড়বেই
কারণ এ ক্ষমতা এখনও অর্জন করতে পারনি তুমি
আমি যে দেইনি ।