চন্দ্রদ্বীপে সেবার জ্যোৎস্না ছিল না
কেবিনে ছিল আন্ধার
ঢেউ খেলে ছলাত ছলাত
যায় কি আসে তার?


গুসসা কেন এতো মনে
কাছে আসো সংগোপনে


রাত গেল পোহাইয়ে এ শরতের
তাকাও একটুখানি
আরও দেব শরতের মেঘ
আমার চোখের মণি


গুসসা কেন এতো মনে
কাছে আসো সংগোপনে


নাকে দেব দুল
আর হবে না ভুল
বেলা শেষে যাব ওপার
খোঁপায় কাশফুল


গুসসা কেন এতো মনে
কাছে আসো সংগোপনে