মৃত্যু থেকে প্রাপ্ত শোক যদি হয়ে যায় আবারও মৃত্যুর কারণ
মৃত্যুর পরই যদি এতো কাছে টানি
মৃত্যুর পরই যদি অনুভূত হয় উপলব্ধি হয় আরেকবার থাকুক প্রিয় বসে, পর্দায়, বারান্দায়,
তবে তো মরা উচিত বারংবার।
দেখে হাসা উচিত অট্টহাসি তখনও মানুষ হয়ে শুয়ে থাকা লাশের।
লাশ শুধু মরতে চায় শোনেনা ধর্মীয় বিশ্বাস
শোনেনা, মানেনা, ভাবেনা পৃথিবীর তাবত উদ্ধৃতি।


লাশ হওয়ার ইচ্ছায় কারো তো কোন কারণ থাকে না।
লাশ হবে দেখবে ভবিষ্যৎ এইতো থাকে মনে।
লাশ তো জানে ফেরার পথ থাকেনা কোন কস্মিনকালেও
লাশটি তবুও লাশ হতে চায় বারংবার
শুধু কৌতুহল দেখবে চারপাশের একটু আকুতি,
লাশ হলেই নাকি মেকি আকুতি মনের গোপন প্রকৃতি আসলভাবেই ধরা পড়ে শুষ্ক চোখে।
তাই বারংবার লাশ হতে গিয়ে ফিরে আসে মৃত মানুষ।