একুশ তুমি আত্মত্যাগী শত যুবের প্রাণ,
বোনের মান ত্যাগী ভ্রাতার তাজা রক্তদান।
মায়ের চোখে শিশুর লাশ দেয়ালে ছুড়ে মারা।
কালো নড়ীর অস্ত্রাঘাতে রক্তাক্ত ধরা,
ভুবনজুরে বাংলা মা'র আহাজারীর জল,
শিশু আমার মারছে তারা দেখো লাশের ঢল।
অন্যায় কি ছিল তাদের কেন বা তারা লাশ,
রাষ্ট্রভাষা বাংলা চাই তাই কি হল নাশ।
শুনেনি কেউ তার কান্না নিশ্চুপ পৃথিবী
আকাশে ছিল আধার মেঘ কভু উঠেনি রবি।
আধারে হায় নেই উপায় কেউ ই নেই পাশে,
মরুর নদী রক্তে ভরে উজান বয়ে লাশে।
বাংলা মা'র কান্না দেখে জানায় সংসার,
জাগো দামাল রক্ষা কর মা যে তোমার।
ধৈর্য হীনা দামাল ছেলে উঠায় তলোয়ার,
নিদন করে জালিম সব বাঁচে মা বাংলার।
রক্ত খেলা প্রাণের মেলা জমেছিল সে দিন,
দামাল ছেলে রক্ত ঢেলে ফিরে আনল দিন।
ভুলবেনা হে মুক্তিবীর তোমায় ততদিন,
সূর্য হাসি বাংলা ঘরে হাসবে যতদিন।