সখা যেথা মোর বায়ু,সূর্য, গগন,
ধরনী ভেদি শির, সেথা করিবই গর্জন।
অবদান যেথা মোর রহিয়াছে লক্ষ,
সকলে মিলিয়া মোর সেথা ছিন্ন করিছে বক্ষ।
সকল তেয়াগী যেথা সেবিনু ধরনীরে,
কি দিয়া সেথা মোরে করিলি বরনই রে?
মৃত্যু বায়ু শুষিয়া যেথা তেয়াগীনু প্রাণেরই বায়ু-
সেই প্রতিদানে পাইনু সেথা কেন ক্ষণিকেরই আয়ু?
ধরনীর বক্ষ ভেদী তব উঠিয়াছে নব শির,
মোর পশ্চাতে মরুতে তব ধরনী চৌচির।
মোর বিরাগে তব আসি কত শত ঝড়-তুফান,
আঘাত হানি সেথা ঝড়ায় তাজা তাজা রক্ত-প্রাণ।
ধরনীর সহিত বন্ধন মোর শিকড়সম গভীর;
এ বন্ধন তব বর্ননা হেতু শব্দ ঝারায়েছি কত শত কবি'র!
অর্জন মোর যেথা বর্জনহীন,পাহাড়সম দীর্ঘ আর বজ্র কঠিন,
এই অর্জন তব বর্জন করি অস্তিত্ব মোর বিলীন, এ কর্ম হীন!
স্মরিয়া তব তেয়াগ,অস্তিত্ব তব অনুরাগী মোর,
বক্ষ তব অক্ষত রাখি আনিও ধরনী বুকে নবীন ভোর।