মুক্ত স্বাধীন সত্তা আমার,তবুও আমি বন্দি।
প্রকৃতিটা ধ্বংস করার আটছো সবাই ফন্দী?
প্রতিদিনই করছো কত নতুন সব আবিষ্কার,
একবারও কি ভেবে দেখো এর ফলে কি হবে সবার?
উঁচু উঁচু দালান-কোঠা উড়ার কোনো জায়গা নেই।
যা আছে অরণ্য তাতেও তো শান্তি নেই।
বাতাস আছে প্রাণ ভরে তবু শ্বাস নেয়া যায় না,
এত লড়ে শেষে তবু বেঁচে থাকাও যায় না।
তোমাদেরই কাছে সব প্রানীরা আজ নিরুপায়,
জীবন নিয়ে বেঁচে থাকা আজ তাদের বড়ই দায়।
প্রকৃতিতে আছি যে রাখতে ভারসাম্য,
উজার করে সব করছো কি হয় বোধগম্য?
মুক্ত আকাশে চাই ডানা মেলে উড়তে,
প্রাণ খুলে বাতাসে মনটাকে ভরতে।
খাঁচার ভিতরে থাকা যে নেহায়েত কষ্ট
কেনো কর বন্দী কি করেছি নষ্ট?
পাখিদের ডানা মেলে দাও আকাশে উড়তে
কেনো চাও বারেবারে খাঁচাতে ভরতে?
দু বেলা খাবারে পাখি পোষা দায় না,
কিন্তু তারে বন্দী করে রাখা কভু যায় না।
মুক্ত যার সত্তা সে চিরদিন স্বাধীন,
খাঁচাতে ভরলেই সে হয়না পরাধীন।