নীল আকাশে রাঙবো শাড়ি,
সূর্যাস্তে রাঙবো পার।
স্বর্নলতায় বাঁধবো কেশ,
হাসনাহেনায় গলার হার।
জলের ফোঁটায় বাঁধবো নুপুর,
সূর্যটারে কানের দুল,
চুলের খোপায় বাঁধবো তোমার
একরাশ ওগো বকুল ফুল।
গোলাপ দিয়ে রাঙবো অধর,
রাঙা জবা মাখবো পা'য়।
শশাঙ্করে করবো টিপ,
চন্দন দেবো তোমার গা'য়।
দিঘির জলে সিক্ত অধর,
নীলিমার রং মাখবো তায়।
গোধুলীর রং মুঠোয় ভরে
রাঙবো পল্লব নির্বিকায়।