গগন হইতে বর্ষিছে বারিধারা খঞ্জরসম,
খঞ্জরি আঘাত বিধিছে বক্ষে যেন বারিধারা মম।
বিদ্রোহী এ চিত্তে তাথৈ তাথৈ মাতিয়া ফিরি এ মর্ত্যে।
বিজয় কেতন ওড়াই ঐ লাল লহুরই শর্তে।
দামামা শুনি দিলো কেরে হাক?
ডাক ওরে ডাক, ডাক ওরে ডাক
ওরে রণাঙ্গন হইতে সকলেরে দে ডাক
নিজের সহিত আজি যুদ্ধ করিতে নিজেরে দিয়েছি হাক।
খঞ্জর-ছুরি-অশ্বের লাগাম ধরি,
কে ছুটিছে ঐ রনাঙ্গনে ধুলি উড়ি?
হাক দিয়ে ডাক, ডাক ওরে ডাক।
আজিকে যুদ্ধ-মার-কাট নিপাত যাক।