হঠাৎ হলো পরিচয়,
ধীরে ধীরে কাটল ভয়।
দিনে দিনে বাড়ল কথা,
বিশেষণে খণ্ডিত সংজ্ঞার প্রথা।

সম্পর্কে অভিন্ন লক্ষ্যে শুরু এক যাত্রা,
পরিধির পরিব্যক্তি পেল যে স্বতন্ত্র মাত্রা।


সব ভুলে,নতুন মুক্তির প্রসার,
পরিশেষে মুখ্য দূরত্বের হার।


সংস্কৃতির সংজ্ঞা তুমি আর আমি,
প্রভাবের প্রকার করলে যে খুব দামী।
তোমার ওই প্রতিরূপ লাগে যে অভিরূপ,
প্রকাশে ভিন্নরূপ,প্রকৃতির খুব,ক্ষোভের রূপ।


মুখভঙ্গিমায়,ভালবাসা উঠে ভেসে ভেসে,
ওই চোখের স্পষ্টতা ভালবাসি হেসে হেসে।


প্রতিভাব,অনুরাগ সবকিছু জুড়ে তুমি,
মনোভাব ইশারায় মুক্ত এই আমি।


তাইতো খুব করে বলছি আজি,
আমি তোমায় খুব,খুব ভালবাসি।


২২ ডিসেম্বর, ২০১৯