তুমি আছ বলে, আমি আছি,
তোমার হাসির কাছাকাছি বাঁচি।


ভালবাসার অঙ্গীকার আজ বিশালাকার,
স্পন্দন অনুভবে হারাই তোমাতে বারবার।


দিগন্তের সবটা জুড়ে তোমার ভাষার গড়ন,
আগমনে আলোকিত,মনে প্রণয়ের প্রসার;
বিন্যাসের বেড়াজালে সজ্জিত নবরূপ তোমার,
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তোমার ওই আলোড়ন।


তুমি আছ বলে, আছি আমি,
হৃদয়ের সব বার্তায় স্পন্দন তুমি;
হাঁটতেও রাজি কণ্টকিত লগন,
ভালবাসার অভিযাত্রীর কথন।


খুঁজি তোমার আলোর পূর্ণ প্রতিচ্ছবি,
রঙিন প্রদীপ জ্বলবে,পাহাড় দেহে রবি;
প্রকাশ যখনি, তখনি তোমার উন্মোচন,
আলোক দৃষ্টির অনন্য উদ্ভাসিত ব্যাপন।

আর আমি স্পর্শের বর্ণ ভালবেসে বলব,
' ভালবাসি ভালবাসি ভালবাসি '


০৭ জানুয়ারি, ২০১৭