বিদায় ঘন্টা অস্থির অস্তিত্বের দেহ করেছে শীতল,
ত্রিভুবন বিজয়ী আত্মারা,সঙ্গ ত্যাগে ব্যস্ত প্রবল।
পরিগমে অনাকাঙ্ক্ষিত ইচ্ছের প্রবর্তন,অনবরত,
দূর থেকে দূরত্ব পরিমাপ,কত চিরচেনা সুর বিব্রত।


কান্নার মধ্যে শান্তি রঙিন রসিকতা,শীতের রাতে,
বাহিরের  দগ্ধ চেহারাটি,খুব চেনা,বিজ্ঞানীর প্রেতে।
দুষ্টু জ্বালাতন,ঘটনার পরাবেশ,স্মৃতিতে করছে বাস,
অব্যাহত থাকবে রাজকীয় কীর্তিগুলো;জীবন্ত অভ্যাস।


আলো ছড়িয়ে,পৃথিবীর মশাল ধরতে প্রস্তুত আবার,
দুটি শরীর একই বন্ধনে আবদ্ধ;বন্ধুত্বের পাহাড়।
অভয়ারণ্যে ভয়ের উদ্রেক,ভীরু প্রেমের অভ্যাহার, 
অতি নিপুণ কারিগর,প্রেরক রূপে প্রস্থান আত্মার।


ফিরে এসে,তীরে ভীড়ে নতুনত্বের তালিম আহ্বান,
আন্তরিক নির্দেশ কৃত্রিমতার পরিপন্থী,আছে প্রমাণ।
পাঁজর উপাদান ভরতি আমার অঙ্গীকার হাসি দ্বারা,
স্মৃতি সাড়া দিয়ে উঠে,আবার তুচ্ছকে বৃহৎ মনে করা।


চাঁদ অন্ধকার,দেখে আলোর রসিক প্রচার,বিরল বার্তা,
বিবর্ণ মুখমণ্ডল অল্পে হাসিপূর্ণ,শীঘ্রই সম্পূর্ণ হবে কর্তা।
হঠাৎ অতীত গল্পের আলোড়ন গ্রহণ ঠোঁটের সমাবেশে,
আশ্রয় চায় সর্বদায় রহস্য কোণে,উপপাদ্য ভালোবাসে।


১৭ জুলাই, ২০১৬