দেখছে পাওয়া চোখটা আজ,
দেখতেই ভুলে গেছে।
দৃষ্টির সীমানার পরিধি  ক্রমশই,
সংকীর্ণ হয়ে আসছে।
কাঁদতে পারা চোখটা আজ,
নির্বাক পাথর হয়ে গেছে।
সংগ্রামী কন্ঠটা আজ,
বাক্য,ভাষা শূন্য হয়ে গেছে।
চলতে পারা পা' টি আজ,
হঠাৎ সংকেতহীন থেমে গেছে।
ব্যথিত হওয়া হৃদয় আজ,
পুরোই ভেঙে আছে।
আশাবাদী আত্মার শক্তি,
কান্নায় পূর্ণতা পাচ্ছে৷
আলো নিয়ে বেঁচে থাকা ভালো,
নিঃসংকোচে মুছে গেছে৷
অন্ধকার বিদায় দেয়ার উনুন,
ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে৷
রাস্তার ধুলো পুরো শরীর জুড়ে,
বংশের বিস্তার বৃদ্ধি করছে৷
রক্তিম সূর্যটা হঠাৎ মেঘ,
ঢেকে নিয়ে যাচ্ছে ।
বাঁচার অক্সিজেন শূন্য হয়ে,
ক্রমশ ফুরিয়ে আসছে৷
অদৃশ্যের দূত প্রতিনিয়তই,
হাতছানি দিয়ে যাচ্ছে ।
বইয়ের শব্দগুলোর শূন্যতা,
আমায় খুব ভোগাচ্ছে৷  
জীবনের সময় ঘড়ি হঠাৎ,
দোলনকাল বৃদ্ধি করে দিচ্ছে।
ভ্রমণের উন্মাদনা গ্রাস,
তীব্রতর হয়ে আসছে৷
আর আমার আমি'র সীমা,
ক্ষীণ হয়ে আসছে৷
বন্ধুর পরিসরে বিশাল এক,
পরিবর্তন দেখা মিলছে ।
ভালো লাগার বস্তুর আধিক্য,
অতি দ্রুত কমে যাচ্ছে।
যেখানে তাকাই সেখানেই,
বিলিন প্রান্ত লাগছে৷
রঙিন মুহূর্তের স্থানটি,
শূন্য জরাজীর্ণ হয়ে আছে।
আমার আমিকে ভেঙে,
চুরমার করে সাজাচ্ছে।
প্রেমিকার উক্তি শক্তি কমিয়ে,
দূরত্বের দেয়াল বাড়াচ্ছে।
আর দ্রুতই আমার শেষের,
সময় নিকটে প্রত্যাবর্তন করছে।
এই মায়ার পৃথিবীর সবকিছু,
বাস্তবিকই দূরে চলে যাচ্ছে৷


১ নভেম্বর, ২০১৯