দুঃখের নীলে নীল, আবছা চোখ স্বপ্নিল।
খুঁজে বেড়াই মাঠে ঘাটে; যদি একমুঠো সুখ জুটে।
আমি বেঁচে যাই, আমি বাঁচতে চাই।
দুঃখ এসেছো দুয়ারে! বল আমার কী দায়!
আমার কী দায়?


স্বজন যত সরে দূরে, তুমি আসো ঘিরে।
হৃদয়ের আবেগ, অভিমানের মেঘ-
কালবৈশাখি হয়ে আমায় লণ্ডভণ্ড করে।
প্রজ্জ্বলিত সূর্যের আলোও যেন অন্ধকার হয়ে নেমে আসে ধরায়।
দুঃখ এসেছো দুয়ারে! বল আমার কী দায়!
আমার কী দায়!


এইখানে শান্তি ছিল- এ উঠোন জুড়ে;
চাঁদের হাট ভেঙে আজ চাঁদগুলো কোন দূরে।
ভুল বুঝাবুঝির দ্বন্দ্ব, হয়নিকো বন্ধ-
সময়ের সাথে নক্ষত্ররা যায় খসে।
আমি শীতল বুক চাই, আমি মায়াভরা মুখ চাই।
দুঃখ তুমি কেন এসেছো দুয়ারে?
বল আমার কী দায়!! আমার কী দায়!!