আমি ভেসে যাই, উড়ে যাই নক্ষত্রের বাগানের ভিতর দিয়ে।
তোমার দেহের মাদকতার ঘ্রাণে মাতাল আমি, উন্মাদ আমি এবরো থেবড়ো ভাবে লুকিয়ে-পালিয়ে।


একি প্রগাঢ় মাদকতা, একি নেশা, একি আসক্তি.....!
শ্বাস নেই টেনে টেনে, বুক ভরে, মন ভরে।
বায়ুর প্রতিটি অণু-পরমাণু ছড়িয়ে দিতে চাই প্রতিটি রক্ত কণিকায়।
ছাড়তে চাইনা এক রত্তি।


তোমার অঙ্গের ভাঁজে ভাঁজে সৃষ্টির রহস্য। আবিষ্কারের নেশায় কিছু খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি নিজেকেই।
কী যাদু, কী মোহ, জানিনা আমি!
শুধু জানি আমি হয়ে যায় তোমার বশ্য।