যদি আর দেখা না হয়; আর কথা-
যদি আর ফিরে না আসি, মাধবীলতা।
বর্ষণ সন্ধ্যায় তুমি বর্ষা নামিও না চোখে
দুঃথ-শোক নয়, গর্ব জাগে যেন তোমার বুকে।


তোমার বাহুডোর, প্রেমময় সুমধুর; কিন্তু শকুনের আগ্রাসন-
মাতৃভূমি করছে লন্ডভন্ড, খামছে ধরেছে বোনের বসন।
আমার ভাইকে মারছে- নগর জ্বালাচ্ছে, জ্বালাচ্ছে বাবাদের গোলা
অধিকার না দিয়ে ওরা করছে রক্তের হোলি খেলা।


চোখ মুছো, দোয়া করো; যেতে হবে- আর দেরি নয়
এ মাটির সন্তানেরা জেগেছে আজ ছিনিয়ে আনতে জয়।
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের ধ্বণি বাজে কানে অবিরাম-
'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'।


যদি আর ফিরে না আসি, যদি এই চুম্বন শেষ চুম্বন হয়-
আমার পুত্রধনকে দেখে রেখো- সে যেন মানুষ হয়, কাপুরষ নয়।
সে যেন অন্যায়ের সাথে বাস না করে, যেন না করে আপোষ
মাথা না নোয়ায় যেন না করিয়া দোষ।


কভু যদি সে ভীত হয়, তাকে বলিও নজরুল পড়তে
সৎ পথে একা হলেও, বলিও সে পথ ধরতে।
ন্যায়ের তরে যুদ্ধের শেষ নেই, যৌবনে সে যেন তাতে শামিল হয়
তাকে হেলাল হাফিজের পঙক্তি শুনিও-
'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'।