কেউ খায় লুটেপুটে, কেউ খায় চেটে
ব্যথা ভরা মন নিয়ে সাধু মরে খেটে।
লুটেরার দল সাজে- তারা সাধু অতি
চাটুকার চেটে চেটে বলে-ওরা মহামতি।


কেউ চাটে ঘুরিয়ে, কেউ চাটে সোজা
কোথা থেকে কে, কীভাবে চাটে যায় না সদা বোঝা।
কেউবা আবার ভয়ে চাটে, অধিক চাটে লোভে
চাটার এমন বাহার দেখে সাধু থাকে ক্ষোভে।


চাটুকারের চাটা দেখে সাধুর গা করে ঘিন ঘিন
নগ্ন চাটার কু-রব বাড়ছে যে দিন দিন।
লুটেরার সাহস বাড়ে চাটুকারের চাটায়
ফন্দি-বন্ধি, জুলুম-সন্ধি করে সুদিন কাটায়।