একুশ মানে আমার ভাইয়ের রক্তে ভেজা ঢাকার রাজপথ
একুশ মানে মায়ের ভাষা ঊর্ধ্বে রাখার বলিষ্ঠ শপথ।
একুশ মানে হার না মানা দামাল ছেলেদের মিছিল
একুশ মানে তাড়ানোর ধাপ পাকি শকুন আর চিল।


একুশ মানে মুক্তির তরে প্রথম দেখা স্বপন
একুশ মানে স্বাধিকারের সফল বীজটি বপন।
একুশ মানে 'আমরা আছি ভয় নেই তোমার, মাগো'
একুশ মানে উন্নত শিরে বাঁচার জন্য সবে জাগো।


একুশ মানে ছিনিয়ে আনা আমার মায়ের অধিকার
একুশ মানে স্লোগানে স্লোগানে হায়েনাদের ধিক্কার।
একুশ মানে ভাই হারানোর শোক অশ্রুঝরা কান্নায়
একুশ মানে জাগ্রত চেতনা রুখতে সকল অন্যায়।