ঘুমে ঢুলু ঢুলু দুটি চোখ
গুলু সোনা খুলছে।
সেহেরি দিতে তাকে
মাকে সে বলছে।


রোজ সবাই সেহেরি খায়
তাকে কেউ ডাকে না।
আজ সে খাবেই তা
ধরেছিল বায়না।


খাবারের থালা দিয়ে
মা বললো এই নাও।
বাবা গুলু সোনা
তোমার পহেলা সেহেরি খাও।


থালার খাবার দেখে
গুলু সোনা অবাক হয়।
এতো দেখছি ভাত-মাছ
সেহেরিটা দিলো কই!


মাকে সে ডেকে বলে
আমি এসব খাবো না।
সেহেরিটা দাও শুধু
আর কিছু নেবো না।


মা শুনে হেসে বলে
গুলু সোনা বলে কী।
আলাদা নয়তো, রোজার জন্য
শেষ রাতের খাবারই সেহেরি।


বাবা বলে, বোন বলে
গুলু সোনা মানে না।
সেহেরিটাই চাই তার
আর কিছু জানে না।


খাবার না ছুয়ে সে
বসে আছে গাল ফুলে।
মা ভেবে পেরেশান
বুঝাবে সে কোন মূলে।


দাদী বলে পাশ থেকে
লক্ষী সোনা দাদু ভাই।
চেয়ে দেখো আমরাও
এখন কী খাই।


ভোর রাতে খাবার খেলে
তাকে সেহেরি কয়।
সেহেরিটা খাবারের সময়
আলাদা কোন খাবার নয়।


খানিক ভেবে গুলু সোনা
খুশি মনে খেয়ে নেয়।
হাসি মুখে মা তার
কপালেতে চুমু দেয়।