পাশ কেটে যদি ভাবি আমি নই মজলুম।
জুলুম হোক যাকে তাকে, আমি ভুলে যাবো বেমালুম।
আসু দিনে আমি নিরাপদে রহিব কি?
আমি, তুমি, সে মিলে এক, নাকি প্রত্যেকে একাকি?
বিবেকের কাঠগড়ায় আমি হব কিনা অপরাধী?
শত অন্যায় দেখেও চুপ রয়ে যাই যদি।


ন্যায়ের দীপ শিখা জ্বলে যদি অন্তরে মম।
হটিনা যেন পিছু, লংঘিতে পথ বন্ধুর সম।
মম বাসনা হোক সদা সাদাকে বলতে সাদা, কালোকে কালো।
টিনের চশমা খুলে দেখিবারে আলো।
তব থাকিতে প্রাণে দম, করি যেন পণ।
নিবৃত্ত হই না যেন বিনাশে জালিমের আসন।


আজ জালিমের তরে দ্রোহ ছড়াক প্রতি মনে, জন থেকে জনে।
দ্রোহের দাবানল গ্রাসুক ঐ নগ্ন আগ্রাসনে।
আজ রণ সংগীত বাজুক, নজরুল হোক সবে।
প্রতিবাদের তোড়ে ভেসে যাক জালিমেরা যমুনা-ভৈরবে।