ক্যালেন্ডারের শেষ পাতাটিও শেষ হয়ে যায়
জীবন চলে নিত্য ধাবমান সময়ের চাকায়।
কী পেলাম, কী হারালাম হিসেব মেলানো দায়
মরণের পথে সময়ের রথে আমরা এগিয়ে যাই।


হারানো দিনের সাথে হারায় সুহৃদ স্বজন
নব শিশু, নব অংকুরে ধরণী সাজায় নব ক্ষণ।
ক্ষণিকের তরে অতিথি মোরা ভুলে যায় অবুঝ মন
করিতে বিলাস কুপথ-বিপথ মাড়িয়ে চেষ্টা করি প্রাণপণ।


জীবনের মানে কজনইবা জানি; কজনে করি সদবাস
কারে দমাবো কে, কে হবো বড়- চলে ভ্রান্ত অভিলাষ।
রেষারেষি করে কভু শান্তি মেলেনি বলে- সত্য ইতিহাস
যবে মিলেমিশে সবে একসাথে রবে, তবেই হবে শান্তির বসবাস।