দুর্বোধ্য শব্দ ও ছন্দই শুধু কবিতা নয়।
পুরো বিশ্বলোকই কবিতার খাতা, জগৎ কবিতাময়।
সকল শুভ, সুন্দর ও শুদ্ধতা,
যেখানে যা রয়; সবই কবিতা।
শুভ্র মনে বুঝে নিতে হয়।


এই যে চাঁদ, চাঁদের ন্যায় ফুটফুটে শিশুর হাসি।
নদী, মাঠ, খেত আর সোনার ফসল রাশি রাশি।
মায়ের মুখ, প্রিয়ার চোখ, বন্ধুদের যত কথা।
পাখিদের গান, ফুলের ঘ্রাণ; এ সবি কবিতা।
সবি কবিতা।


ভোরের আলো, রাতের তারা, আকাশের নীল, ঝর্ণার ধারা।
আম কুড়ানোর দল, ঝড়-বাদল, কৈশোর-বাঁধনহারা।
বাবার শাসন, গুরুর ভাষণ, মায়ের মমতা।
পরিজনের মায়া-বটের ছায়া; এ সবি কবিতা।
সবি কবিতা।


মনিবের যতন, শ্রমিকের হাত, ভিখারির পাতে দানের ভাত।
যোগ্য নেতা ও সুনীতি,  ন্যায়ের তরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
শুভ্র চিন্তা, শুদ্ধ মত, পরের মতের প্রতি সহিষ্ণুতা।
একসাথে থাকা, সবে ভালো রাখা; এ সবি কবিতা। সবি কবিতা।


নতুন কুঁড়ি, গল্পের বুড়ি, নবজাতকের কান্না।
নিজের গ্রাম, বাবার ঘাম, মায়ের হাতের রান্না।
যত সুসৃষ্টি -সুশ্রী, যত মাথা ও হাত এগিয়ে নিতে এ সভ্যতা।
যারাই গড়েছেন-করেছেন তারা কবি; আর এ সবি কবিতা।
সবি কবিতা।