চারপাশে অজস্র লাশ দিব্যি খাচ্ছে-দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, জেগে জেগে ঘুমাচ্ছে।
এই লাশেদের অনেকেরই উচ্চতর ডিগ্রি আছে।
কেউ কেউ উচ্চতর পদে আসীন-
কেউ কেউ কাগজে লিখছে, আদালত পাড়ায় হাঁটছে, ক্লাসে পড়াচ্ছে।


লাশেরা চাটুকারিতা করে, তোষামোদি করে।
লাশেরা বিরিয়ানি খায়; লাশেরা সম্মানী আর সম্মাননার নামে দালালি পায়।
লাশেরা কুকুরের লেজ ধরে ঘুরে।


এ এক আজব কুকুরের আজব লেজ।
লেজ লাশেদের নাচায়, লেজ নতুন লাশ বানায়।
জীবিত মানুষদের করে রাখে নিস্তেজ।


দিনকে দিন জীবিতের চেয়ে লাশের আধিক্য বাড়ছে।
জাগ্রত বিবেকের সম্মুখে আজ বন্ধুর পথ।
সে পথ বড্ড কণ্টকাকীর্ণ; বড্ড উঁচু-নিচু।
প্রশ্ন জাগে- বিবেকের মরে যাওয়াটা কি প্রাণে মরার চেয়ে কম কিছু?


মাঝে মাঝে মনে হয় নিজেও লাশ হয়ে যাচ্ছি; লাশ হয়ে আছি।
এ সবই আমার দুঃস্বপ্ন হয়ে থাক।
আমি যেন মানুষ হয়ে বাংলায় মানুষের মাঝেই বাঁচি।