রিল দেখা শুরু করলে
থামতে চায় না।
ইউটিউব আর টিকটকেও
কম সময় যায় না!
গেমের নেশাতে অন্য কিছুতে
নজর তাদের রয় না।
এইভাবে কাটায় দিন
অনেক মতি-ময়না।


মোবাইল নিয়ে টয়লেটে যায়
মোবাইল ছাড়া খায় না।
যেন মোবাইল টিপা মূল কাজ
আর কিছুই দায় না।
মোবাইলের বিরহ
এদের বুঝি সয় না।
এই নিয়ে কারো কথা
তারা কানে লয় না।


ফেসবুক হয়ে গেছে
এ যুগের আয়না।
খবর-বেখবর সব মিলে
কিছু বাদ যায় না।
সামাজিকতা অনলাইনেই
বাস্তবে তত শান্তিময় না।
বসে একসাথে ফোন টিপে
তবু দুটি কথা কয় না।


শিশুরাও আজকাল
ধরে অতি বায়না।
মোবাইল না দিলে তারা
খেতে অবধি চায় না।
কাজ-কর্ম পড়াশোনা
ঠিকঠাক হয় না।
সোনার ছেলেরা সব
সোনা বুঝি রয় না।