চুপ; ভালোবাসি বলো না।
চিবুক ছুঁয়ে নিষ্পলক চেয়ে থাকতে দাও, চোখে রেখে চোখ।
নক্ষত্রেরা খসে যাক, সময় চলতে চলতে ক্লান্ত হয়, হোক।


তুমি আমি কে, কোথা আছি মোরা-
চলো ভুলে যাই।
শ্রাবণ, ফাগুন ফিরে ফিরে যাক;
স্থান হারিয়ে পুরনো নদীর বাঁক।
তবু নিশ্বাস নিশ্বাসে মিশুক।


নয়ন উদাস হয় যদি তোমার দৃষ্টির সীমা ছাড়িয়ে।
সহসা হারাও যদি স্বপ্ন সুখে,
সেখানেও রেখো মোরে তোমারি বুকে।
হৃদস্পন্দনে, স্পন্দনে কথা হোক।