কত বছর দেখিনি তোমার ঘন কালো কেশ ।
হয়ত তুমি এখনো জানালার পাশে বসো খোলা চুলে।
সকালের সোনা রোদ সে চুলে আদরের পরশ ভোলায়;
হয়ত বাতাস আজও দোলনা খেলে ।


তুমি হয়ত চেয়ে থাক দূরে কোথাও উদাস নয়নে ।
হয়ত আজও কোন নতুন ছোকরা মুগ্ধ নয়নে দেখে সে চুল- নতুন রূপে, নতুন জানালায়;
নতুন ব্যালকনির কোণে ।


শুধু আমি চোখ বুজে থাকি;
স্মৃতির মজুদ থেকে ফিরে ফিরে দেখি-
খোলা চুলে বসে আছ তুমি অতি চেনা সেই জানালার পাশে-
উদাস করে কাজল কালো আঁখি।