সত্য সুন্দর, সত্যই খাঁটি
সত্যের ভয়ে কাঁপে মিথ্যের লাঠি।
ভয়ে থাকে সারাক্ষণ মিথ্যেবাদী
এই ভেবে- সত্য প্রকাশ হয় যদি।
সত্যের ভয় নেই, ক্ষয় নেই- জ্বলে নিরবধি
সত্যই রয় সদা অন্ত হতে আদি।


মিথ্যের বেশভূষা বড়ই চটকদার
দেখে যেন মনে হয় পূর্ণ চারিধার।
ভেতরটা ফাঁপা আর গভীর আঁধার
একবার ডুবিলে তাতে রক্ষা নেই আর।
মিথ্যে শত মিথ্যে ঘটায় টিকতে বারবার
সত্যের সামনে ঠিকই মিথ্যে হয় ছারখার।


মিথ্যের মিষ্টতার চেয়ে সত্যই শ্রেয়
সত্য তেতো হলেও বড়ই উপাদেয়।
মিথ্যার উচ্চাসনও আসলে অতি হেয়
প্রাপ্তির ভরা খাতাও সকলি প্রদেয়।
সত্যের প্রাপ্তি নিশ্চিত-অপরিমেয়
সত্য সদা উন্নত, সত্য অপরাজেয়।