চলো একটা পৃথিবী গড়ি- যার ভূ ত্বক হবে বিশ্বাস।
বায়ুমণ্ডল এর স্থলে থাকবে ভালোবাসামন্ডল, ভালোবাসায় হবে শ্বাস-প্রশ্বাস।


সাগর, নদী, হ্রদ সবই থাকবে
শুধু পানির পরিবর্তে সেগুলোতে টলমলাবে ত্যাগ।
মাঝে মধ্যেই মেঘ হতে ত্যাগের বৃষ্টি হবে।
ত্যাগে ধুয়ে যাবে সব বিদ্বেষ।


মমতার একটা আকাশ হবে, সেখানে স্নেহের একটা চাঁদ।
তারারা সব আহ্লাদের হবে, সূর্য হবে ভাব।


আবহাওয়ার নাম হবে সুখ, জলবায়ু শান্তির
পাহাড় গুলোর নাম হবে আস্থা, পরিবেশের নাম  রোমান্টিক।


চলো একটা পৃথিবী গড়ি।