হাতি বাবুর ছাতি নিয়ে পিঁপড়েরা সব ঘুরে
সিংহ মশাইর সিংহাসনে ইঁদুর খেলা করে।
শিয়াল পন্ডিত চশমা এঁটে সুযোগ করে খোঁজ
বাঘের বেশে কুকুর ব্যাটা ফায়দা লুটে রোজ।


বিষেভরা সাপের মাথায় ছিলনা কভু মণি
ব্যাঙের মুতে প্লাবন আসে উপচে গড়ায় পানি।
গন্ডাররা সব বনের মন্ত্রী- কচ্ছপেরা আমলা
উটপাখি সুশীল সমাজ এড়িয়ে হামলা-মামলা।


ঘোড়ার চেয়ে গাধারা আজকাল যাচ্ছে এগিয়ে
বনে গালাগালি আর কুৎসা চলে মাইক লাগিয়ে।
খাবার নয়, পদের জন্য কাকেরা সব করে উড়াউড়ি
পদ বাগালেই সব হয়ে যায় এখন তাড়াতাড়ি।


পাজি বানর বাজি খেলে অনলাইনে ঘেঁষে
তরুন বাঘ নেশা করিয়া ঘুরে বিড়াল বেশে।
বনে আরো যত জন্তু আছে পাখ-পাখালিসহ
সবার দশাই বেহাল বড়; স্খলন ভয়াবহ।