মৃত্যুর ক্ষণ অনিশ্চিত।
তাই বলে এভাবে!
বেইলি রোডের যে ভবনে আগুল লেগেছে-
তাতে শুধু ৪৬ জন মানুষ পুড়ে মরেনি,
শুধু শ খানেক লোক আহত হয়নি;
সে আগুনের দহন চলছে এদেশের কোটি হৃদয়ে।


মৃত্যুর ক্ষণ অনিশ্চিত।
তাই বলে এভাবে!
ভবন ধ্বসে কিংবা দেয়াল চাপায় রাস্তার ধারে!
উল্কাপিন্ডের মতো নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে!
তলিয়ে গিয়ে খোলা ম্যানহোল আর ময়লার ড্রেনে!


মৃত্যুর ক্ষণ অনিশ্চিত।
তাই বলে এভাবে!
ধর্ষিতা হয়ে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে!
কিংবা নেহাত কারণ ছাড়াই রক্ষকের হেফাজতে!
ভুল চিকিৎসায় কিংবা বড় ভুল সিদ্ধান্তের বলি হয়ে!


মৃত্যুর ক্ষণ অনিশ্চিত।
তাই বলে এভাবে!
রেলের নিরীহ যাত্রী হয়ে আগুনে পুড়ে!
পথচারী হয়ে গাড়ি চাপায়; বিদ্বেষের বলি হয়ে ছাত্রাবাসে!
ক্ষমাতাধর কারো বুনো উল্লাসের মাঝে টর্চার শেলে!


মৃত্যুর ক্ষণ অনিশ্চিত।
তাই বলে এভাবে!