আকাশ আর আমার মধ্যে একটা জায়গায় মিল আছে!
দুজনেই কষ্ট পেতে ভালোবাসি।
আকাশের কোন দুঃখ নেই, হেরে যাবার ভয় নেই, তবুও সে কাঁদে।
অনেকে আনন্দে স্নান করে, কারও ভালো ঘুম হয়।
কেউতো আবার অপেক্ষা করে।
নামটা দেখেছো? আকাশ.....
একটা পুরুষ শব্দ, তার বুকে ঘুরে বেড়ায় মেঘ...ঝড়ে পড়লে বৃষ্টি, সে নারী।
মেঘলা আকাশের অর্থটা ক'জনে বোঝে!
আমি বলি মন খারাপের বেলা,
তারও মুখ আছে, চোখ আছে
শুধু চোখ বেয়ে জল গড়ানোর নামই কান্না নয়!
যারা অন্ধ তারা কি কখনো কাঁদেনি!
আকাশও চিৎকার করে কাঁদে, দহন যন্ত্রনায় তারও বুকের মধ্যে ফাটল ধরে, ঠিক আমার মত।
হে আকাশ,,
তোমার কান্না, দহন যন্ত্রনা সবাই দেখতে পায়
আমার বেলায় উল্টো, কেউ দেখেনা।
কখন মেঘ হলো আর কখন বৃষ্টি।