আকাশ ও মৃত্যু বলে কিছু নেই, তার মধ্যে বেঁচে ওঠা হলো নতুন এক ভাব।


মিথ্যে কথা! সমস্ত মানুষের আয়ু ভিন্ন ভিন্ন নয়। হয়তোবা স্থানান্তরে এক বিরাট ব্যবধানে যুগান্তরীর খেলা।


আকার, লিঙ্গ কিংবা রং ছাড়া আর কারও কোনো পরিচয় নেই।


বিক্রি হচ্ছো বিভিন্ন পদান্তরে, তবু তুমিতো মানুষ ছিলে! অঢেল বিবেক ছিলো তোমার! তবু কেন সত্যকে চিনতে পারোনা গন্ধ শুঁকে?


অনিমেষ চেয়ে থেকে তুমি রাত বোঝ; তবু কেন অন্তর কাঁপেনা ফিরে যাবার ভয়ে!!


চেয়ে দেখ, যারা অন্ধ তারা অনুভব করো!
কত শত সমাধি পড়ে আছে চারদিক।
সাওদাগর কিংবা অতিথি, অনেকে ডুবে গেছে মাটির গর্ভে।


নিজের সাথে নিজেই যখন যুক্তিতর্কে ব্যস্ত
তখন আর সৃষ্টির প্রতি কোনো বিশ্বাসের জন্ম হয়না
লোকে তোমার নাম দেয় বিধর্মী অথবা নাস্তিক।


যুক্তিকর অহংকারে তোমাদের ভুলে যায়, তেলে মাথায় তেল দিতে দিতে দিন শেষ।


সেই সব লোকেরা অজ্ঞতায় ডুবে যায় মাটির গর্বে।