জানি সময়ের অপচয়
তবুও ছাড়তে পারিনি হায়।
কেন মিথ্যে আসক্ততায়
করেছি উজাড়
হয়েছি বেকার
তবে জীবন তো থেমে থাকার নয়।
ভিক্ষা করে চলে,
সম্পাদকের দাঁড়ে দাঁড়ে।
একটা কিছু ছাপিয়ে দাও, প্রভু
আজীবন থাকিব তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে
ঝড়ে বিপদে যেখানে প্রয়োজন
সেখানেই ডাকিবে
আমি উপস্থিত হবোই
তোমার দেহরক্ষী হয়ে ।


জানি এটা,
আমি অধম
নেই তো প্রয়োজন
তবু
কবিতাটা তুমি ছাপিয়ে দাও
দেখবে কত বড় এই ধন!


বিশ্বাস করো প্রভু!
শনির প্রকোপ আমার চারিপাশে
তুমি আমার বিষ্ণু,
আমার রক্ষাকর্তা।
তান্ত্রিক তো বলে নি তাই,
সেধে সেধে এসে।
প্রমাণ চাইলে দিতেও রাজি
একপায়ে আমি।
১২২১৪০৭৬ এই নগরীর
এই নম্বর আশুম্ভ তপস্বীর।
কথা বলে জেনে নাও
আমার সত্যতা।
তবুও তুমি
আমার মিনতি রাখো একটিবার,
দশ বিশ দিন ঘুরে ঘুরে
পেয়েছি তোমার সাক্ষাৎ
দিয় না আর ফিরিয়া।