বৃষ্টির আগমন
রাত্রির আধারে।
নীরবতা নামে
চৈতীর স্লোগানে।


যান্ত্রিকতার মোহ থমকে গিয়ে
দাঁড়ায় কোটি কোটি স্বপ্ন।
চোখ তুলে তাকায় কেউ
বৃষ্টির ঝরে পড়া দেখতে।


কেউ হয় তো
হাতে মুঠোফোন নেয়।
কোনো অতীত সন্ধ্যার
কিছু স্মৃতি রোমন্থন করবে বলে।


কারো হয়তো মনে পড়ে!
বৃষ্টি ভেজা রাস্তায়
উদ্দাম সাইকেল চালানোর
কিছু মুহূর্ত।


সবাই তো থমকে
এখন আমাদের ছুটে চলার ছন্দ
এই বলে প্যাডেলে চাপ বাড়ানোর দ্বন্দ্ব ।
বৃষ্টির তীক্ষ্ণ তীর,
চশমার গ্লাসটা ঝাপসা করতেই
যেন নিযুক্ত।


এক পশলা বৃষ্টির বোল
ভেজা রাস্তার বুক জুড়ে
করে  টুপটাপ নৃত্য।


নাগরিক অশান্তি ধুয়ে দেয়
কিছুক্ষণের জন্য।