ব্যস্ত শহরে কান্নারা জমে না!
স্টিমারের বেগে ফুটে উঠে
উবে যায় তারা।
ব্যস্ত শহরে অভিমান জমে না!
বৃহৎ চাপের নিচে পিষে
পরিবর্তন হয় স্মারকে।
ব্যস্ত শহরে ঠিকানা থাকে না!
যেখানে চোখ বুঝে দাঁড়াই
তাই আস্তানা।


ব্যস্ত শহরে হৃদয় ভাঙ্গে না!
হৃদয় ভাঙ্গে শুধু সুস্থ মানবতার।
অসুস্থ মানবতার হৃদয় ভাঙ্গন,
ঘুণে ধরা জীবন; সাদাকালো অন্দরমহলে
ঘোলাটে বর্ণিল মিথ্যাচার।


ব্যস্ত শহরের চোখ,
কান্না শুকানো!
যাতে নেই কোনো মায়ার চিহ্ন।
শুধুই একটা ধাপ আর একটা ধাপ
অতিক্রমের জন্য হন্য।
ব্যস্ত শহরে অদ্ভুত সময়
ধার দেনায় মত্ত।


ব্যস্ত শহরের চুম্বক ক্ষেত্র
কাছে টানে বারবার।
পিছু ফেলে আসা মানুষদের
মনে পড়ে শতবার।


ব্যস্ত শহর কখনো কি শান্ত হবে?
এই প্রবাহ বন্ধ করে
কাছে কি থাকতে দিবে!
পিছু ফেলে আসা মানুষকে
আবার একসাথেই রাখবে।।