মগজে কারফিউ শিথিল করার তীব্র আকাঙ্খা
যান্ত্রিকতাবাদী পিশাচ কারারুদ্ধ জীবনের,
চিৎকার হাহাকারের কংক্রিট জঙ্গলে
আদিবাসী জঙ্গীর আর্তনাদ!

জিহাদের নামে একটা অঘোষিত রক্তচাপ
ভূয়সী মিথ্যাচারে আমি রক্তাক্ত জবাব ।
সেলফোনে হঠাৎ পাওয়া হুমকির বার্তা,
যেন  রক্ত মিছিলের পূর্বাভাস।
জ্বলন্ত মোমবাতির সারিতে
ঘর্মাক্ত শত কাঠফাটা চিৎকারে
আগুনের বেগে উঠা প্রতিটি অক্ষরে,
অমরত্বের গান ভাসবে।


আমি, তখনও ফাঁসির মঞ্চে
পৌরাণিক শাসনে নিগৃহীত
এক দাগী সমাজদ্রোহী ।


এ গারদের ওপারে  কিছু মানুষ প্রস্তুত ,
আমার শেষকৃত্যে অংশ নিতে।
যেন তাঁরা ধরে নিয়েছে
এই মৃত্যু ওদের কৃতিত্ব।
তাঁরা ফেটে পড়ে রাবণ উল্লাসে
অস্বীকৃত স্বাধীনতার বিজয়  মিশনে৷


জানি মৃত্যু আমার ভাগ্য
সমাজ তুমি জানো -
আমি জানোয়ার না; আমি বর্বর না,
হত্যাকাণ্ডটাও আমার না।
বেহেশত   আমার প্রাপ্য
কৃতিত্বটা শুধু জন্মদায়িনী মায়ের।


আর আমার মৃত্যু ওদের চিন্তার  মুক্তি।