ডুবে গেছে এক সোনার খনি
ডুবে গেছে এক সোনার কাঠি
ডুবে গেছে সব
যা ছিলো মোর চোখের মণি।


বাঁচিয়া থাকি যার লগে
সেই দিলো ধোঁকা মোরে।
একটুখানি মুখ চাহিয়া দেখি
সে কি আসে মোর খোঁজে?


আজি বিপদে পড়িল পা
টানিয়া ধরিল শ্যাওলা,
ওমনি সে পালিয়ে গেল
নেংটী পেঁচাইতে পেঁচাইতে।


ভাসিয়া চলে মোর ছোট্টো টিনের ঘর
ডুবিয়া গেলো কোরবানীর গরুর গোয়াল ঘর।
যত টাকা! ধার কইরা আনিয়াছিলাম গতবছর খরাতে
এবছর বানে ডুবিয়া মরিল গরু
ভাসিয়া নিয়ে গেল মোরে অভাবে।


মরিয়া গেলো ধান, শাক সবজির ক্ষেত
ডুবিয়া গেলো মোর আশার বীজ ক্ষেত।


এক ডিঙ্গি নৌকা ভরে আসিল ত্রাণ!
আসিল প্রাণ, জুড়াইলো মন!ভরিলো পেট!
পোলা মাইয়া গুলো বাঁচিল তা খেয়ে।


ইদ কি হইবো হামার!
গোস্তো আসিবে কই?
টিনের চালায় নামাজ পইড়া
দোয়া দুরুদ কইয়া হইবোই শেষ।


হামাগো আর ইদ আছে!
ইদ নাই সব শেষ।
আল্লাহ মাবুদ কি বোঝে হামাগো কষ্ট?
দেখে কি হামাগো দুঃখ?


এক দুধে ধোঁয়া তুলসী পাতার মতো
পবিত্র দিনে; কি দুঃখ হামাগো!


বাহে! আসেন,
বান ফুড়ালে একটু দেখিবা
জীবনের নিষ্ঠুরতা দেখিবেন চাহিয়া।



উৎসর্গঃ ইদের আনন্দ বঞ্চিত বন্যাদুর্গত মানুষ