হারিয়ে যায় প্রিয় মানুষ
স্মৃতির আগুনে জন্মায় অতীত পুনরায়
আর্ত চিৎকারে ফেটে যায় হৃদপিণ্ড
তবুও শুনতে পায় না, কেউ কখনো  কোনো সময়।


ডিসেম্বরে শেষে আসে না বসন্ত
আসে না ভালোবাসা
শুধু ক্ষয়ে যাওয়া আয়ুর শ্রাদ্ধ হয়
প্রতি বর্ষপঞ্জির সমাপনীতে।


শীতল শীতের উৎসবে
ভেঙে যাওয়া হৃদয়ের জমাটবদ্ধ উষ্ণতা
ফিরে পাওয়ার আশায়
ব্যর্থ স্বপ্ন বুননের অশুভ যাত্রা ।


স্বর্গের ডাকবাক্সে পাঠাবো
তোমাকে ফিরে পাওয়ার প্রার্থনা
ফিরে এসো আবার পার্থিব গোলকধাঁধায়
ভালোবেসে আগের মতোই।


জীবন্ত লাশের ভীড়ে আমি ক্লান্ত ভীষণ
আমাকেও তুলে নাও তোমার দুনিয়ায়।


কী ভীষণ যন্ত্রণায় কাটে প্রতি সময়
রঙিন উৎসবে শোকের মাতম বাজে
ঈশ্বর জানে আমি কত অসহায়!


মৃত্যু কোথায়?
কাছে এসে ছুয়ে দেখো একটিবার  
জীবনের ইতিহাসের ইতিটান
এখানেই যেন হয়।