চৌচির হয়ে যাওয়া জমিনের
রক্ত ফাঁটা হাহাকার!
মৃত্যু যন্ত্রণার আহাজারি।
কৃষাণীর ঘরে ঘরে,
সাদা কাফনের বাজি।
ঘন ঘন জানাজার সম্মিলন
চোখে মুখে ভ্রান্ত চাহনির পসরা।


মোনাজাতে! মোনাজাতে!
আল্লাহ- ঈশ্বরকে নিরন্তর আবেদন।
এবার তো আমাকে তুলে নাও!
এই যেন সকলের প্রার্থনা।
স্বেচ্ছামৃত্যুচারী যদি পাপী;  না হতো!
গণমৃত্যুর আন্দোলন দেখতো বিশ্ববাসী।


কত হাহাকার শুনেছি আমি
ঐ মোনাজাতে!
নেউলা পাড়ার গণ্ডি পেরিয়ে
আসেনি নেতা; তোমার দরজায়।
ঠকঠক করে কড়া নেড়ে
হাঁপিয়ে উঠেছে ; কত হাত !
শক্ত অ্যালুমিনিয়ামের পুরুত্ব
করেনি ভেদ; কোনো ক্রন্দন মন্ত্র!
কর্ণকুহরের দীর্ঘ পথে
মন্ত্রের পৌঁছানোর পূর্বেই
শেষকৃত্যের হচ্ছে  সমাপনী!


এই বৃহৎ রাজ্যে,
আমরা আর, কে তোমার?
মৃত্যু  যন্ত্রণায়  কাতর
নিথর পুতুলবাসী মাত্র।


বাস্তবের রক্ত উপত্যকায়,
আহ্বান রইল!
একটিবার এসো,
কাক - শকুনের মৃত্যু দেখার জন্য!