গোল চশমাটা ধোঁয়া-ধোঁয়া ;
আবছা চায়ের কাপে সিক্ত ।
কালো টিপটা;
অনেকটা বেশি উজ্জ্বল
যেন দেবী সরস্বতীর আর্বিভাব,
আবারও এই কলিতে।


শ্বেতকায় নারীর উর্বরতা গান,
যেন আজ
সমাচারপত্রের ন্যায় উদ্দাম।


সন্ধ্যামালতির শুভ্র আভাটা,
টিএসসির চত্বরে  উত্তরের সেই সোডিয়ামের
শেষ বিদ্যুৎ পিলারের
একরাশ মায়া।
এই সন্ধ্যার ধানমন্ডিতে
বেলীফুলের স্নিগ্ধতা ছড়ায় এখনও l  
রজনীগন্ধার গুচ্ছ
ফুটে ওঠা তার পুষ্পছটা ;
মোহিত করে ইদ্রিস শেখকে।
হলদে রঙের শাড়িতে যেন কৃষ্ণচূড়ার
লালচে মোহটা আকৃষ্ট করে বারংবার।
স্কেচখাতায় লিখতে থাকে ইদ্রিস,
ডায়েরিতে আঁকতে থাকে
এক শিশু বিশেষজ্ঞর ছবি।


তবে তামসিক একটা অহমিকায়
কিছু কথা হয় না বলা তার।