আমি অনেক বড় হয়েছি
জীবনের দৌড়ে হাঁপিয়ে উঠছি
হাহাকারের প্রতিধ্বনি শুনছি প্রতিদিন।
শহরজুড়ে মৃত মানবের সাথে কথা বলি
কী এক বিদ্বেষ সবাই পুষছি অস্থিমজ্জায় নিত্যদিন?


জীবন জুড়ে নরকের শিখা পোড়ায় হৃদপিণ্ড
কেঁপে ওঠে আরেকটা মৃত্যুর আহ্বানে
আক্রোশে জমা বাঁচার অধিকার
কে যেন নিয়েছে কেঁড়ে?


আমি অজ্ঞাত কারনে আবদ্ধ এই চারদেয়ালে
বন্দীর বেশে মৃত মানবের শরীরে বাঁচি প্রতি প্রশ্বাসে
এই কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া আসামির মতো!


নেই অধিকার!  নেই বাঁচার অধিকার!
ভালোবাসা মরীচিকা কখনো দেখিনি  দিবাস্বপ্নেও
কেউ আসেনি কোনোদিন বন্দীর জামিনে!
আদালতে অভিযোগ, রিট সব খারিজ করে
আমি আবার কারাগারে !
মৃত্যুর আহ্বানে সাড়া দিতে বাধ্য করেছে আমাকে
কেউ নেই আমার? কেউ আসবে না কখনো?
আমার মৃত্যু অবধারিত
এই সত্য ।


জীবন জুড়ে নরকের শিখা পোড়ায় হৃদপিণ্ড
কেঁপে ওঠে আরেকটা মৃত্যুর আহ্বানে
আক্রোশে জমা বাঁচার অধিকার
কে যেন নিয়েছে কেঁড়ে?